উদ্ধার হওয়া অস্ত্র প্রদর্শন পুলিসের, police display recovered arms

উদ্ধার হওয়া অস্ত্র প্রদর্শন পুলিসের

উদ্ধার হওয়া অস্ত্র প্রদর্শন পুলিসেরপশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জঙ্গলে যৌথবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া উন্নতমানের অস্ত্রশস্ত্র জনসমক্ষে আনল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিস। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রর মধ্যে ৯টি শিলদা ক্যাম্প থেকে মাওবাদী জঙ্গিরা লুঠ করেছিল বলে জানিয়েছে পুলিস। এদিন জেলা পুলিস সুপারের কার্যালয়ে অস্ত্রগুলি দেখানো হয়।
সম্প্রতি লালগড়, মথুরাপুর, লক্ষণপুর, করমশোল সহ বিভিন্ন এলাকার জঙ্গলে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে দুটি ইনসাস, দুটি ৭.৬২ এসএলআর এবং একটি
থ্রি নট থ্রি (.৩০৩) রাইফেল উদ্ধার হয়। পশ্চিম মেদিনীপুরের পুলিস সুপার প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন, গত কয়েকদিনের অভিযানে এই নিয়ে মোট ৬টি ইনসাস, ২টি এসএলআর, একটি কার্বাইন, একটি একে ৪৭ রাইফেল উদ্ধার হয়েছে। সেইসঙ্গে ৭৮৬ রাউন্ড গুলি ও ১৫০ টি ডিটোনেটরও যৌথ বাহিনীর অভিযানে বাজেয়াপ্ত করা হয়।

First Published: Friday, November 18, 2011, 13:10


comments powered by Disqus