Last Updated: Friday, November 18, 2011, 13:10
পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জঙ্গলে যৌথবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া উন্নতমানের অস্ত্রশস্ত্র জনসমক্ষে আনল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিস। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রর মধ্যে ৯টি শিলদা ক্যাম্প থেকে মাওবাদী জঙ্গিরা লুঠ করেছিল বলে জানিয়েছে পুলিস।