Last Updated: July 4, 2012 16:57

দিনহাটায় ফরওয়ার্ড ব্লকের আইন অমান্য আন্দোলনে পুলিসের গুলিচালনা ন্যয়সঙ্গত ছিল। ঘটনার তদন্তে গঠিত শীল কমিশনের রিপোর্টে একথা বলা হয়েছে। রিপোর্টটি আজ বিধানসভায় পেশ হয়। ২০০৮-এর ৫ ফেব্রুয়ারি দিনহাটায় ফরওয়ার্ড ব্লকের আইন অমান্য আন্দোলনে দলের কর্মীদের হাতে বাঁশ ও ইঁট ছিল বলে কমিশনের রিপোর্টে উল্লেখ রয়েছে। তাতে বলা হয়েছে, এক পুলিসকর্মীকে বিক্ষোভকারীরা নৃশংসভাবে মারধর করে। এর জেরে ওই পুলিসকর্মীর মৃত্যু হয়।
এই পরিস্থিতিতে পুলিস-প্রশাসনের তরফে প্রথমে লাঠিচার্জ, এরপর টিয়ার গ্যাস চালানোর নির্দেশ দেওয়া হয়। তাতেও অবস্থা আয়ত্ত্বে না আসায় পুলিস গুলি চালাতে বাধ্য হয় বলে রিপোর্টে বলা হয়েছে। এতে ৫ জনের মৃত্যু হয়। ওই পরিস্থিতির নিরিখে পুলিসের গুলিচালনা ন্যয়সঙ্গত ছিল বলে রিপোর্টে জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এন পি শীল। সাধারণ মানুষ ও সরকারি সম্পত্তিকে আরও বড় ক্ষতি থেকে বাঁচাতে গুলি চালানো ছাড়া পুলিসের কাছে আর কোনও রাস্তা ছিল না বলে রিপোর্টে বলা হয়েছে।
First Published: Wednesday, July 4, 2012, 16:57