Last Updated: Tuesday, March 12, 2013, 20:46
মাদক কেলেংকারীতে বিতর্ক পিছু ছাড়ছে না অলিম্পিকে পদকজয়ী বক্সার বিজেন্দার সিংয়ের। প্রথমে রাজি না হলেও অবশেষে পুলিসকে রক্তের নমুনা দিতে রাজি হলেন ভারতের চ্যাম্পিয়ন বক্সার। সোমবার ড্রাগ পাচার মামলায় তাঁকে বহুক্ষণ জেরা করে পঞ্জাব পুলিস। তারপর তাঁকে রক্তের নমুনা বলা হয়। কিন্তু নমুনা দিতে রাজি ছিলেন না ভারতের এই অলিম্পিয়ান। তাঁর শর্ত ছিল পুলিস নয়, অ্যান্টি ডোপিং এজেন্সিকে নমুনা দেবেন। অবশ্য পরে পুলিসকে রক্তের নমুনা দিয়ে দেন বিজেন্দর।