Last Updated: December 13, 2012 16:22

যুবভারতী কাণ্ডে পুলিসকে কার্যত ক্লিনচিট দিলেন মুখ্যমন্ত্রী। আজ পুলিসের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রবিবারের ঘটনার জন্য কোনও ভাবেই পুলিসকে দায়ী করা যায়না, খেলা উচিত ছিল মোহনবাগানের। মাঠের সমস্যা মাঠেই মিটিয়ে ফেলে উচিত ছিল বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার কলকাতা পুলিসের পদক প্রদান অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে পুলিসের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। সেই সূত্রেই গত রবিবারের ডার্বি ম্যাচের উল্লেখ করেন তিনি। পুলিসকে ক্লিনচিট দিয়ে মুখ্যমন্ত্রী পাল্টা অভিযোগ এনেছেন মোহনবাগানের বিরুদ্ধে।
যদিও সেদিনের ঘটনায় মোহনবাগান থেকে শুরু করে বহু মানুষেরই অভিযোগ ছিল পুলিসের বিরুদ্ধে। এমনকি বুধবারও যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি ম্যাচে রেফারির ঘরে ঢুকে কার্যত হেনস্থা করেন একদল সমর্থক। কিন্তু সেখানে কোনও পুলিসকর্মীই ছিলেন না। পুলিসের তরফে আগেই আইএফএকে জানিয়ে দেওয়া হয়েছিল এই ধরনের ম্যাচে পুলিস দেওয়া সম্ভব নয়। বারবার এমন ঘটনা ঘটলেও এই সমস্যা মেটাতে রাজ্য সরকার কোনও উদ্যোগই নিচ্ছে না। একের পর এক ম্যাচ পিছিয়ে দিতে হচ্ছে পুলিস না থাকায়। এই অবস্থায় ক্রীড়ামন্ত্রী মদন মিত্র ও পুলিসমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই সমস্যা মিটতে পারে। সেই উদ্যোগ না নিয়ে একতরফাভাবে মোহনবাগানের সমালোচনা করা ও পুলিসকে ক্লিনচিট দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে।
First Published: Thursday, December 13, 2012, 17:53