Last Updated: Monday, December 10, 2012, 20:30
কালকের ম্যাচে আহত মোহনবাগানের রহিম নবির অবস্থা এখন স্থিতিশীল। আজ দুপুরেই অস্ত্রোপচার হয় নবির। এদিন সকাল থেকেই হাসপাতালে নবিকে দেখতে আসেন দুই শিবিরের কর্তা ও ফুটবলাররা। মোহনবাগান সচিব অঞ্জন মিত্র সহ আসেন অনেক কর্তারাই। নবিকে দেখতে আসেন শান্তিরঞ্জন দাশগুপ্ত, দেবব্রত সরকারের মত ইস্টবেঙ্গলের শীর্ষকর্তারাও। তাঁকে দেখতে আসেন সহ খেলোয়াড়রাও। টোলগে-করিমের পাশাপাশি সুশান্ত ম্যাথু, সুবোধকুমার, ইসফাকরাও হাসপাতালে আসেন নবিকে দেখতে।