বেপরোয়া অটো রুখতে পুলিস অভিযানে নামলেও কমছে না দৌরাত্ম্য, অটোর ধাক্কায় গুরুতর আহত স্কুলছাত্রী

বেপরোয়া অটো রুখতে পুলিস অভিযানে নামলেও কমছে না দৌরাত্ম্য, অটোর ধাক্কায় গুরুতর আহত স্কুলছাত্রী

বেপরোয়া অটো রুখতে পুলিস অভিযানে নামলেও কমছে না দৌরাত্ম্য, অটোর ধাক্কায় গুরুতর আহত স্কুলছাত্রীশহরে অটো দৌরাত্ম চলছেই। সোমবার এম জি রোডে অটোর ধাক্কায় আহত হয়েছে এক স্কুলছাত্রী। মেহেবিস আনসারি নামে ওই স্কুল ছাত্রীর আঘাত গুরুতর । দুর্ঘটনার পর অটো চালক উধাও হলেও পরে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে অটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুজন। রবিবার রাত আটটা নাগাদ এন্টালি থানার লাইম স্ট্রিটে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হন মহম্মদ ইমরান নামে এক অটো যাত্রী এবং বাইক চালক বিকাশ সাউ। আশঙ্কাজনক অবস্থায় মহম্মদ ইমরানকে এসএসকে এম হাসপাতালে এবং বিকাশ সাউকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেফতার করা হয়েছে অটোর চালক মহম্মদ আলি হোসেনকে।

দীর্ঘদিন ধরেই শিয়ালদা ও বড়বাজারের মধ্যে বেপরোয়া অটো চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন বাসিন্দারা। পুলিসকে বারবার বলা সত্ত্বেও স্থায়ীভাবে ওই জায়গায় কোনও ট্রাফিক পুলিস নিয়োগ করা হয়নি বলে অভিযোগ। এদিকে সোমবার থেকেই বেআইনি অটোর বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিস। তবে কলকাতার অটোচালকদের হুঁশ যে তাতে ফেরেনি, তার প্রমাণ এই দুটি দুর্ঘটনা। স্কুল ছুটির পর সোমবার সকাল এগারোটা নাগাদ রাস্তা পার হচ্ছিল স্কুল ছাত্রী মেহেবিস আনসারি। এমজি রোডের সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ে তাকে ধাক্কা মারে একটি বেপরোয়া অটো। গুরুতর চোট লাগে তার কানে।




First Published: Monday, January 27, 2014, 22:39


comments powered by Disqus