Last Updated: Monday, January 27, 2014, 22:36
শহরে অটো দৌরাত্ম চলছেই। সোমবার এম জি রোডে অটোর ধাক্কায় আহত হয়েছে এক স্কুলছাত্রী। মেহেবিস আনসারি নামে ওই স্কুল ছাত্রীর আঘাত গুরুতর । দুর্ঘটনার পর অটো চালক উধাও হলেও পরে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে অটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুজন।