Last Updated: April 24, 2014 23:26

পাড়ুইকাণ্ডে ফের প্রশ্নের মুখে পুলিসের ভূমিকা। সাগর ঘোষ হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম ছিল অনুব্রত-ঘনিষ্ঠ ভগীরথ ঘোষের। তদন্তে নেমে ভগীরথ ঘোষকে গ্রেফতার করতে পারেনি বিশেষ তদন্তকারী দল বা সিট। হদিশ না পেয়ে ভগীরথ ঘোষের নামে হুলিয়া জারি করে সিট।
ভগীরথের ছবি দিয়ে পোস্টার ছেপেও বিভিন্ন এলাকায় সেঁটে দেওয়া হয়। অভিযুক্ত ভগীরথ ঘোষ আজ সিউড়ি আদালতে আত্মসমর্পণ করেন। তবে ভগীরথ ঘোষকে তাদের হেফজাতেই চায়নি পুলিস। ফলে তাকে সাতই মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সিউড়ি আদালত। কিন্তু তদন্তের স্বার্থে ঘটনায় অন্যতম মূল অভিযুক্তকে কেন নিজেদের হেফাজতেই চাইল না পুলিস, এনিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন।অন্যদিকে পাড়ুই মামলায় অন্যতম অভিযুক্ত মুস্তাক শেখের জামিনের আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।
First Published: Thursday, April 24, 2014, 23:26