বদায়ুঁতে গণধর্ষণ: লখনউতে বিজেপির বিক্ষোভরত মহিলামোর্চার উপর জল কামান চালাল পুলিস

বদায়ুঁতে গণধর্ষণ: লখনউতে বিজেপির বিক্ষোভরত মহিলামোর্চার উপর জল কামান চালাল পুলিস

বদায়ুঁতে গণধর্ষণ: লখনউতে বিজেপির বিক্ষোভরত মহিলামোর্চার উপর জল কামান চালাল পুলিসউত্তরপ্রদেশের বদায়ুঁতে দুই বোনকে গণধর্ষণ ও খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ওপর চাপ বাড়ছে। রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগে আজ লখনউয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা। আন্দোলনকারীদের হটাতে জল কামান ব্যবহার করে পুলিস।

বদায়ুঁ, আজমগড়, এটাওয়ায় পরপর ধর্ষণের ঘটনায় চাপে সমাজবাদী পার্টি। বসপা, কংগ্রেস, বিজেপি সব দলই উত্তরপ্রদেশের শাসকদলের সমালোচনায় সরব। অখিলেশ যাদব বদায়ুঁ-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েও পরিস্থিতি ঠাণ্ডা করতে পারছেন না। লোকসভা ভোটে উত্তরপ্রদেশে আশিটি আসনের মধ্যে একাত্তরটি আসন পেয়েছে বিজেপি। কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার আর রাজ্যে দলের বিশাল জয়ের পর অখিলেশ যাদবকে চেপে ধরার সুযোগ ছাড়তে নারাজ তারা।

First Published: Monday, June 2, 2014, 14:18


comments powered by Disqus