Last Updated: Tuesday, July 15, 2014, 17:56
বর্নমাউথের রাস্তাতেই এখন বাস ৮৪ বছরের বৃদ্ধ ও তাঁর ৭৫ বছরের জীবনসঙ্গিনীর। রাস্তার পাশেই সুপের দোকান থেকে খেয়ে পেট চলে তাঁদের। কিন্তু কিছুদিন আগেও তাঁরা থাকতেন একটি ভাড়া বাড়িতে। কয়েকমাস আগে ব্রিটেনের পেনসন স্কিমে কিছু পরিবর্তন হয়। তাই ভাড়া দিতে না পারায় তাদের বাড়ি থেকে উচ্ছেদ করে দেন মালিক। তারপর থেকে ফুটপাথেই আস্তানা এই বৃ্দ্ধ দম্পতির।