Poll officials, CRPF jawans among 12 killed in two Maoist attacks in Chhattisgarh

ছত্তিসগড়ে জোড়া মাও হানায় ভোটকর্মী ও সিআরপিএফ জওয়ান সহ ১৫ জনের মৃত্যু



শনিবার ছত্তিসগড়ের দুজায়গায় ভোটকর্মীদের ওপর হামলা চালাল মাওবাদীরা। জগদলপুরের দরভার কাছে কামানায় ভোটের কাজ শেষে একটি অ্যাম্বুলেন্সে গন্তব্যে ফিরছিলেন সিআরপিএফ জওয়ানরা। জগদলপুর জেলা সদরের খুব কাছে তাদের অ্যাম্বুলেন্সটি উড়িয়ে দেয় মাওবাদীরা। ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃত্যু হয়েছে অ্যাম্বুলেন্সের চালক ও খালাসিরও। এই বিস্ফোরণে আই ই ডি ব্যবহৃত হয়েছিল। আহত হয়েছেন ৬ জন।

অন্যদিকে বিজাপুরের কেতুলনারে একটি বাসে ফিরছিলেন ১২ জন ভোটকর্মী। একটি সেতুর ওপর বাসটি উড়িয়ে দেয় মাওবাদীরা। ঘটনায় ৭ জন নিহত হয়েছেন।

First Published: Saturday, April 12, 2014, 15:02


comments powered by Disqus