ভোটের রণকৌশল ঠিক করতে রাহুল গান্ধীর বাড়িতে প্রদেশ নেতারা

ভোটের রণকৌশল ঠিক করতে রাহুল গান্ধীর বাড়িতে প্রদেশ নেতারা

ভোটের রণকৌশল ঠিক করতে রাহুল গান্ধীর বাড়িতে প্রদেশ নেতারাপশ্চিমবঙ্গে লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতে আজ দিল্লিতে রাহুল গান্ধীর বাড়িতে বৈঠকে বসছেন প্রদেশ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। রাহুল গান্ধী ছাড়াও বৈঠকে থাকবেন এআইসিসির তরফে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা সিপি যোশী। অধীর চৌধুরী, মানস ভুঁইঞা, দীপা দাশমুন্সি সহ বেশ কয়েকজন প্রদেশ কংগ্রেস নেতা বৈঠকে উপস্থিত থাকবেন।

রাজ্যে সবকটি আসনে প্রার্থী দেওয়ার গাইডলাইন নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে। রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচারের রণকৌশল নিয়েও প্রদেশ নেতাদের সঙ্গে কথা বলবেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধীর সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের রাজ্যের প্রার্থী তালিকা নিয়েও চূড়ান্ত আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

(বিস্তারিত খবর কিছু পরে)

First Published: Monday, March 3, 2014, 11:55


comments powered by Disqus