টিউনিশিয়ায় ভোটগ্রহণ সম্পন্ন শান্তিপূর্ণ ভাবে, Polling in Tunisia

টিউনিশিয়ায় ভোটগ্রহণ সম্পন্ন শান্তিপূর্ণ ভাবে

টিউনিশিয়ায় ভোটগ্রহণ সম্পন্ন শান্তিপূর্ণ ভাবেরাজনৈতিক পালাবদলের পর রবিবার শান্তিপূর্ণ ভাবেই শেষ হল টিউনিশিয়ায় সাধারণ নির্বাচন। মহিলা-পুরুষ নির্বিশেষে, সকাল থেকে দেশের বিভিন্ন বুথে ভোটারদের ভিড় ছিল চোখে পড়ার মত। রাজনৈতিক বন্দি থেকে শিক্ষক। সরকারি কর্মী থেকে ছাত্র। যাঁদের অনেকেই কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে গণ-আন্দোলনের জোয়ার এনেছিলেন টিউনিশায়, তাঁরা সকলেই কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিলেন রবিবার। সরকারি হিসাব অনুযায়ী ভোট পড়েছে মোট ৭০%। দেশের মোট তেত্রিশটি প্রদেশেই ভোট নেওয়া হয়। দেশজুড়ে মোতায়েন ছিল চল্লিশ হাজার নিরাপত্তারক্ষী। নির্বাচনে প্রায় এগারো হাজার প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। দৌড়ে এখনও পর্যন্ত এগিয়ে টিউনিশিয়ার অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল এন্নাহডা। উনিশশো ছাপান্ন সালে ফ্রান্সের থেকে স্বাধীনতা লাভের পর সেদেশে নিষিদ্ধ ছিল এই দল। নির্বাচনের উপর নজর রাখতে, পাঁচ হাজার বিদেশি পর্যটক সহ রয়েছেন তেরো হাজার পর্যবেক্ষক। ভারতীয় সময় রাত সাড়ে এগগারোটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। আজ চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

First Published: Sunday, October 23, 2011, 23:57


comments powered by Disqus