Last Updated: March 26, 2014 23:09

সংবিধান অনুযায়ী যেকোনও মানুষের জন্য আইনের ব্যবস্থা করবে সরকার। কিন্তু সেই লড়াই চলাকালীন দুস্থ মানুষদের পারিপার্শ্বিক খরচাপাতি কে দেবে? এবার তাও দিতে হবে আদালতের আইনি পরামর্শ বিভাগকেই। একটি রায়ে এই মন্তব্য কলকাতা হাইকোর্টের।
আইনি সহায়তায় প্রাপ্যটুকু পেতে চান সকলেই। কিন্তু আইনি লড়ায়ের খরচ যে অনেকটাই। তাহলে উপায়। ভারতীয় সংবিধানের ৩৯এ ধারায় এর সমাধান রয়েছে। কী রয়েছে সংবিধানের ৩৯ এ ধারায়? বলা হয়েছে সোশাল জাস্টিসের কথা। অর্থাত কোনো মানুষ আইনি লড়াইয়ের খরচ না বহন করতে পারলে আদালতের আইনি পরিষেবা করতৃপক্ষ আইনজীবীর ব্যবস্থা করবে।
কিন্তু আইনি লড়াইয়ে যদি শীর্ষ আদালতে যেতে হয়, তখন থাকা খাওয়ার খরচ বহন করবে কে। এই প্রশ্ন নিয়েই ব্যবসায়ী অখিল বন্ধু সাহা আদালতের দারস্থ হন। তাঁর আইনজীবী ছিলেন গৌতম দে। তিনি প্রশ্ন তোলেন এখনও এদেশে ভিডিও কনফারেন্স হয়না অথচ আইনজীবীর সঙ্গে মুখোমুখি কথা বলা জরুরী। কিন্তু কে দেবে টাকা বিচারপতি দীপঙ্কর দত্ত এবিষয়ে আরও বিষদে রায় দেন এবার সেই খরচাও দেবে লিগাল এড।ন্যাশানাল লিগাল এড সারভিস অথরিটিকে এ বিষয়ে একটি নীতি নির্ধারণের নির্দেশও দেন। তবে এ বিষয় কোনো ব্যক্তি অযাচিত সুবিধা না নেন সেবিষয়ে সর্তক হবার নির্দেশ দেন তিনি।
First Published: Wednesday, March 26, 2014, 23:09