Last Updated: Thursday, April 24, 2014, 11:32
লোকসভার ষষ্ঠ দফা নির্বাচনে সারা দেশের সঙ্গে ভোট দিচ্ছে বলিউডও। সকাল থেকেই বুথে দেখা গেল বলিউড তারকাদের। চেম্বার বুথে এসে বাবা, মায়ের সঙ্গে ভোট দিলেন বিদ্যা বালন। "মিডিয়ার সামনে আঙুলের কালি দেখিয়ে বললেন, ভোট দেওয়া আমার দায়িত্ব। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের আঙুলে ভোটের কালি দরকার।"