Last Updated: September 21, 2013 17:24

এবার ভ্যাটিকানেও যেন পরিবর্তনের হাওয়া। অচলায়তন ভেঙে সমকামীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন পোপ ফ্রান্সিস। স্বাভাবিকভাবেই দুনিয়া জুড়ে বহু মানুষ স্বাগত জানিয়েছে পোপের এই আহ্বানকে। প্রাতিষ্ঠানিক গোঁড়ামি ভাঙার সেই ডাকই আরও জনপ্রিয় করে দিয়েছে পোপ ফ্রান্সিসকে।
যুগ যুগ ধরে লালিত রোমান ক্যাথলিক ধ্যানধারণাই যেন সমূলে নড়ে উঠল। পাহাড় ডিঙোনোর কথা বললেন খোদ প্রতিষ্ঠানের শীর্ষে থাকা মানুষটিই। এতদিন গর্ভপাত, সমকামী বিবাহের মতো যে বিষয়গুলির আলোচনাও কার্যত নিষিদ্ধ ছিল রোমান ক্যাথলিক দুনিয়ায়। এবারে তাতেই পরিবর্তনের ডাক দিয়েছেন পোপ ফ্রান্সিস।আহ্বান জানিয়েছেন, সংস্কার ভেঙে সমকামীদেরও কাছে টেনে নেওয়ার।
স্বাভাবিক ভাবেই পোপ ফ্রান্সিসের এই মন্তব্য নিয়ে দুনিয়া জুড়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। আর্জেন্তিনা থেকে নির্বাচিত পোপ ফ্রান্সিসের পাশেই দাঁড়িয়েছে তাঁর দেশ।
পোপের আহ্বানকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিরাট অংশের মানুষ। তবে চার্চের মূল নীতি নয়, সমকামিতার ক্ষেত্রে পোপ কেবল চার্চের দৃষ্টিভঙ্গি বদলের কথাই বলেছেন বলে মনে করছে ভ্যাটিকান।
চার্চের নিয়ম নীতি বদল না হলেও তাঁর আহ্বানে পরিবর্তনের একটা বার্তা নিঃসন্দেহে ডাকটা দিয়েছেন পোপ ফ্রান্সিস। হদিশ দিয়েছেন অচলায়তন ভেঙে পাহাড় ডিঙোনোর স্পর্ধার। যে স্বপ্নটা একাকার হয়ে গিয়েছে সমকামীতা, গর্ভপাতের অধিকারে আন্দোলনে নামা মানুষের সঙ্গে। সেই স্বপ্নটাই তাই এক লহমায় আরও জনপ্রিয় করে দিয়েছে লাতিন আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ ফ্রান্সিসকে।
First Published: Saturday, September 21, 2013, 17:24