Last Updated: Saturday, September 21, 2013, 17:24
এবার ভ্যাটিকানেও যেন পরিবর্তনের হাওয়া। অচলায়তন ভেঙে সমকামীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন পোপ ফ্রান্সিস। স্বাভাবিকভাবেই দুনিয়া জুড়ে বহু মানুষ স্বাগত জানিয়েছে পোপের এই আহ্বানকে। প্রাতিষ্ঠানিক গোঁড়ামি ভাঙার সেই ডাকই আরও জনপ্রিয় করে দিয়েছে পোপ ফ্রান্সিসকে।