Last Updated: March 5, 2014 22:31

জালিয়াতির অভিযোগে তিন বছরের কারাদণ্ড হল কিংবদন্তি রোমানিয়ান ফুটবলার পপেস্কুর। ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে ১২ জন ফুটবলারের দলবদলের সঠিক অর্থের অঙ্ক প্রকাশ না করায় শাস্তি হয়েছে প্রাক্তন বার্সেলোনা অধিনায়কের। পপেস্কুর এই কেলেঙ্কারির খবর প্রকাশ হওয়ার পর তোলপাড় রোমানিয়ায়।
ফুটবলে দুর্নীতির অভিযোগে এই প্রথম রোমানিয়ায় কোনও ব্যক্তিকে এতো কড়া শাস্তি দেওয়া হয়েছে। প্রথম দুদফার শুনানিতে বেকসুর খালাস হয়ে গিয়েছিলেন রোমানিয়ার বিশ্বকাপ দলের অন্যতম সদস্য পপেস্কু। কিন্তু তৃতীয় দফার শুনানিতে তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রমাণ হয়। আদালত থেকে সোজা বুকারেস্ট জেলে নিয়ে যাওয়া হয় রোমানিয়ার পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলার। রোমানিয়ার হয়ে একশো পনেরোটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পপেস্কু। উনিশো চুরানব্বই সালে বিশ্বকাপ দলের সদস্য ছিলেন তিনি। সেবার কোয়ার্টফাইনাল থেকে ছিটকে গিয়েছিল রোমানিয়া। তাঁরই নেতৃত্বে উনিশো সাতানব্বইতে উইনার্স কাপ জিতেছিল বার্সেলোনা।
First Published: Wednesday, March 5, 2014, 22:31