Last Updated: Wednesday, March 5, 2014, 22:31
জালিয়াতির অভিযোগে তিন বছরের কারাদণ্ড হল কিংবদন্তি রোমানিয়ান ফুটবলার পপেস্কুর। ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে ১২ জন ফুটবলারের দলবদলের সঠিক অর্থের অঙ্ক প্রকাশ না করায় শাস্তি হয়েছে প্রাক্তন বার্সেলোনা অধিনায়কের। পপেস্কুর এই কেলেঙ্কারির খবর প্রকাশ হওয়ার পর তোলপাড় রোমানিয়ায়।