Last Updated: March 9, 2014 13:38

২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া মালেশিয়া এয়ারলাইন্সের বিমানটি দেশে ফেরার চেষ্টা করেছিল বলে মনে করছেন সেদেশের বায়ুসেনা প্রধান। রবিবার সকাল হতেই বিমান বেপাত্তা হওয়ার পেছনে আতঙ্কবাদী সংগঠনের হাত থাকার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হতে শুরু করেছে। গোয়েন্দা সূত্র থেকে জানা গিয়েছে বিমানে চার যাত্রী ভুয়ো পাসপোর্ট নিয়ে সফর করছিলেন।
বায়ুসেনা আধিকারিকের অনুমান অনুযায়ী তল্লাসি অভিযানে পরিবর্তন করা হয়েছে। মালেশিয়ার পশ্চিম উপকূলেও খোঁজ শুরু করছে উদ্ধারকারীরা। এর আগে পর্যন্ত শুধুমাত্র পূর্ব উপকূলেই তল্লাসি চালানো হচ্ছিল।
বিমানবন্দরের র্যাডারের তথ্য খতিয়ে দেখে বায়ুসেনা প্রধান বলেন, "মনে হচ্ছে শেষ মুহূর্তে বিমানটি দেশে ফেরার চেষ্টা করেছিল।"
শনিবার ৫ জন ভারতীয় সহ ২৩৯ যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে যায় মালেশিয়া এয়ারলাইনসের বিমান। উড়ানের কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায় মালয়েশিয়ার বোয়িং 777-200 বিমান।
First Published: Sunday, March 9, 2014, 13:38