এমএসকেএমে চলছে ময়নাতদন্ত, Post Mortem at SSKM

এমএসকেএমে চলছে ময়নাতদন্ত

এমএসকেএমে চলছে ময়নাতদন্তঢাকুরিয়ার এএমআরআই হাসপাতালে বিধ্বংসী আগুনে নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। গতকালের মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর আজও চলেছে দেহ সনাক্তকরণের কাজ। গতকাল রাতেই ৮৭টি মৃতদেহের ময়নাতদন্ত হয়। পাঁচটি দেহের সনাক্তকরণের কাজ বাকি ছিলও। তার মধ্যে দুটি দেহ শুক্রবার রাতেই সনাক্ত করা হয়। নিখোঁজের সংখ্যা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও নিখোঁজ-সংখ্যা নিয়ে মেলেনি কোনও সদুত্তর। এসএসকেএম-এ এসে মুখ্যমন্ত্রী বলেন, এএমআরআই-হাসপাতালের  লাইসেন্স বাতিল করা হয়েছে। উদ্ধারকাজ শেষ হলেই হাসপাতালটিকে পুরোপুরি সিল করে দেবে পুরসভা। সেই নির্দদেশই দিয়েছেন তিনি। এদিকে মর্গে রাখা দেহগুলি নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছে। নিহতদের আত্মীয় পরিজনদের অভিযোগ, মর্গে রাখা তালিকার সঙ্গে মৃতদেহের কোনও মিল নেই। এসএসকেএম কর্তৃপক্ষও জানিয়েছে, এএমআরআই যে তালিকা পাঠিয়েছে, তা থেকে মৃতদের পরিচয় জানা যাচ্ছে না। ফলে দেহ হস্তান্তরের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। 






First Published: Saturday, December 10, 2011, 19:02


comments powered by Disqus