Last Updated: Sunday, July 22, 2012, 15:51
রাইসিনা হিলে বাঙালি। দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি নির্বাচিত হলেন প্রণব মুখার্জি। প্রত্যাশামতোই এনডিএ প্রার্থী পূর্ণ অ্যাজিটক এ সাংমাকে বিপুল ভোটে হারিয়ে দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ইউপিএ প্রার্থী প্রণব মুখার্জি। ৫,৪৯,৪৪২ ভোটের ম্যাজিক ফিগার ছাপিয়ে ৭,১৩,৭৬৩ ভোট পেয়েছেন প্রণব মুখার্জি।