Last Updated: November 4, 2013 18:13

তেরো টাকা কেজি দরে জ্যোতি আলু কলকাতার কোন বাজারে পাওয়া যায় ? জেনারেল নলেজের এখন মোক্ষম প্রশ্ন হতে পারে। কেননা, ১৩ টাকা কেজি দরে জ্যোতি আলু মিলছে না প্রায় কোনও বাজারেই। যদিও সরকারি নির্দেশ জ্যোতি আলু বিক্রি করতে হবে ১৩ টাকা কেজি দরে। এই নির্দেশে কান দিতে রাজি নন বিক্রেতারা। তাঁদের সাফ কথা, এই দামে আলু বিক্রি সম্ভব না।
এই চিত্র শুধু মাত্র মানিকতলা বাজারের নয়। সোমবার কলকাতার অন্যান্য বাজারেরও এই হাল। সরকার দাম বেঁধে দিয়েছে, জ্যোতি আলু বিক্রি করতে হবে তেরো টাকায়। কিন্তু বাজারে এখন জ্যোতি আলুই মিলছে না। কয়েকটি দোকানে পাওয়া যাচ্ছে চন্দ্রমুখী আলু। মানিকতলা বাজারে চন্দ্রমুখি আলু বিকোচ্ছে আঠেরো থেকে ২০ টাকা কেজি দরে। দু একটি দোকানে ডালা থেকে উঁকি দিচ্ছে নতুন আলু। কিন্তু তাতে হাত ছোঁয়ানো দায়। দাম ৩৫ টাকা থেকে ৪০ টাকা কেজি।
বাজারে যখন আলু নিয়ে হৈ চৈ। তখন হঠাত্ই দেখা মিলল এনফোর্সমেন্ট বিভাগের কর্তাদের। তাদের দেখা মাত্রই যেকজন ব্যবসায়ী আলু বিক্রি করছিলেন তারাও বন্ধ করে দিলেন বিক্রিবাটা।
শেষ পর্যন্ত অবশ্য আলুর দেখা মিলল। দশটার পরে মানিকতলা বাজারে এল সরকারি গাড়ি। কিন্তু চাহিদার থেকে যোগান কম থাকায় তৈরি হল চূড়ান্ত অব্যবস্থা।
First Published: Monday, November 4, 2013, 18:13