Last Updated: Monday, November 4, 2013, 18:13
তেরো টাকা কেজি দরে জ্যোতি আলু কলকাতার কোন বাজারে পাওয়া যায় ? জেনারেল নলেজের এখন মোক্ষম প্রশ্ন হতে পারে। কেননা, ১৩ টাকা কেজি দরে জ্যোতি আলু মিলছে না প্রায় কোনও বাজারেই। যদিও সরকারি নির্দেশ জ্যোতি আলু বিক্রি করতে হবে ১৩ টাকা কেজি দরে। এই নির্দেশে কান দিতে রাজি নন বিক্রেতারা। তাঁদের সাফ কথা, এই দামে আলু বিক্রি সম্ভব না।