Last Updated: November 14, 2012 21:05

ক্রিকেটের দাপট থেকে বেরিয়ে এসে শুটিং-বক্সিং-কুস্তিতে অলিম্পিক পদক জয়ের পর সম্মানিত হচ্ছেন পদকজয়ীরা। কিন্তু সত্যিই কি ক্রিকেট সাম্রাজ্যে থাবা বসাতে পেরেছে অন্যান্য খেলাগুলি। হয়তো নয়। কারণ, এখনও অর্থের অভাবে বিদেশের টুর্নামেন্ট খেলতে যেতে পারেন না সাতবারের জাতীয় টিটি চ্যাম্পিয়ন পৌলমী ঘটক। গতবার স্রেফ অর্থ সমস্যায় বিদেশে টুর্নামেন্টে অংশ নিতে পারেননি বাংলার পৌলমী।
এবার মরসুম শুরু হওয়ার আগে তাই নিজের পারফরম্যান্সের থেকেও পৌলমীর টার্গেট একটা স্পনসর জোগাড় করা। আগামি বছর জাতীয় টিটি টুর্নামেন্টে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।তার আগে বেশ কয়েকটি টুর্নামেন্ট খেলে ভারতসেরা হওয়ার জন্য নিজের শক্তি যাচাই করে নিতে চাইছেন বাংলার টিটি তারকা।
First Published: Wednesday, November 14, 2012, 21:05