Last Updated: Thursday, November 8, 2012, 22:03
এবার ফিল্ম ফেস্টিভ্যালের `কোপে` পড়তে চলেছে টেবিল টেনিস টুর্নামেন্ট। আট তারিখ থেকে শুরু হওয়া বিটিটিএ পরিচালিত ৭৮ তম রাজ্য টিটি টুর্নামেন্ট আগামি ১২ তারিখ পর্যন্ত হওয়ার কথা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। কিন্তু শনিবার নেতাজি ইন্ডোরে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন থাকায়, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ম্যাচ করা সম্ভব নয় বলে জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী। তিনি বিটিটিএ কর্তাদের কাছে অনুরোধ করেছেন, ১০ তারিখের ম্যাচের সূচি পরিবর্তন করতে।