দেশে এক ধাক্কায় গরিবের সংখ্যা কমে গেল ৫ কোটি

দেশে এক ধাক্কায় গরিবের সংখ্যা কমে গেল ৫ কোটি

Tag:  poverty country 5crore
দেশে এক ধাক্কায় গরিবের সংখ্যা কমে গেল ৫ কোটিযোজনা কমিশনের দেওয়া নতুন হিসেব অনুযায়ী দেশে এক ধাক্কায় গরিবের সংখ্যা কমে গেল ৫ কোটি। এখন থেকে, শহরাঞ্চলে কেউ যদি দিনে ২৮ টাকা ৬৫ পয়সা খরচ করতে পারেন তাহলে তাঁকে আর গরিব বলা যাবে না। গ্রামাঞ্চলের ক্ষেত্রে এই পরিমাণ দৈনিক ২২ টাকা ৪২ পয়সা।

দৈনিক খরচের ন্যূনতম পরিমাণ কমিয়ে নতুন করে দারিদ্র্যসীমা নির্ধারণ করেছে যোজনা কমিশন। যার ফলে, সংখ্যাতত্ত্বের বিচারে এক ধাক্কায় গরিবের সংখ্যা কমে যাবে প্রায় সাড়ে ৭ শতাংশ। ৫ কোটি মানুষ উঠে আসবেন দারিদ্র্যসীমার ওপরে। সরকার যদি যোজনা কমিশনের নতুন হিসেব গ্রহণ করে তাহলে এই ৫ কোটি মানুষ বিপিএলের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন।

এর আগে, শহরের ক্ষেত্রে দৈনিক ৩২ টাকা ও গ্রামের ক্ষেত্রে দৈনিক ২৬ টাকা খরচ করার ক্ষমতাকে দারিদ্র্যসীমা হিসাবে তুলে ধরে সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে পড়েছিল যোজনা কমিশন। এবার, সেই ন্যূনতম খরচের পরিমাণ আরও কমানো হল। দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে তখন দারিদ্র্যসীমার এই নতুন সংজ্ঞা নতুন করে বিতর্ক তৈরি করেছে।





First Published: Tuesday, March 20, 2012, 11:01


comments powered by Disqus