Last Updated: Tuesday, November 13, 2012, 21:53
আকাশ জুড়ে আজ আলোর বর্ণছটা। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারকে দূরদেশে নির্বাসনে পাঠিয়ে সব দিক আজ ঝলমলে। বাড়ির আঙিনার সামনে রংবেরঙের রঙ্গোলী। মাটির প্রদীপ আর মোমবাতি সজ্জায় সুন্দরী ঘরদুয়ার। ইতিউতি চিনে এলইডি লাইটে ঝলমলে সন্ধে। আসমুদ্রহিমাচল মত্ত বাজির মায়ায়। আজ দীপাবলি। মিষ্টি উপহারের সঙ্গে সাড়ম্বরে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে গোটা দেশ।