Last Updated: August 30, 2013 21:21

দারিদ্র ও দারিদ্র সংক্রান্ত সমস্যা মানুষের বুদ্ধিমত্তা কমিয়ে দেয়। এই জনিত সমস্যা নিয়ে মানুষ এতটাই জর্জরিত হয়ে থাকে যে অন্য বিষয়ে মস্তিষ্ক জীবনের অনান্য দিক গুলির দিকে নিয়োজিত হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। ভারত ও আমেরিকার যৌথ একটি সমীক্ষায় এই তত্ত্ব উঠে এসেছে।
গবেষকরা জানিয়েছেন মানসিক চাপের দরুণ দরিদ্র মানুষদের আইকিউ( ইন্টেলিজেন্স কোশেন্ট) বা সাধারণ অবস্থার থেকে ১৩ভাগ হ্রাস পায়।
এর ফলে দরিদ্ররা বেশীরভাগ ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। ভুল সিদ্ধান্ত নেওয়ার দরুণ এমন কিছু ভুল পদক্ষেপ গ্রহণ করেন যেখান থেকে ফিরে আসা সম্ভব হয়ে না।
গবেষকরা জানিয়েছেন আর্থিক দুরাবস্থা এমনভাবে গরীব মানুষদের জীবন ঘিরে রাখে যে তাঁরা দারিদ্রথেকে মুক্তির পথ নিয়েও যথাযথ ভাবনা চিন্তা করতে পারেন না।
স্বাভাবিক বুদ্ধিমত্তার অভাবে ক্ষতিগ্রস্থ হয় শিক্ষা। আর্থিক অবস্থার উন্নতি আবার বাড়িয়ে দিতে পারে বুদ্ধিমত্তার পরিমাণ।
সামান্য উপর্জনের কোনও ব্যক্তির উপার্জন যদি বৃদ্ধি পায় তার সঙ্গে তাঁর বুদ্ধিমত্তারও বৃদ্ধি হয়। অর্থাৎ আর্থিক স্বাচ্ছন্দ মস্তিষ্ককে আর্থিক অবস্থা ছাড়াও অনান্য বিষয়ে কাজ করতে প্রভাবিত করে।
দারিদ্র বুদ্ধিমত্তা কমিয়ে দেওয়ার সঙ্গেই কেড়ে নেয় রাতের ঘুমও।
First Published: Friday, August 30, 2013, 21:21