Last Updated: Tuesday, July 1, 2014, 22:24
ফরাসি ওপেন জেতার পর ষষ্ঠ গ্র্যান্ড স্লামের লক্ষ্যে অল ইংল্যান্ড ক্লাবে খেলছিলেন তিনি। ফেভারিটও ছিলেন। তিনি স্বপ্নপূরণ হল না মারিয়া শারাপোভার। চতুর্থ রাউন্ডে জার্মানির অ্যাঞ্জেলিক কারবারে কাছে হেরে এ বছরের মতো ঘাসের কোর্ট ছাড়লেন টেনিসের গ্ল্যামার গার্ল। মঙ্গলবার শারাপোভাকে ৭-৬, ৪-৬, ৬-৪ সেটে হারান কারবার।