বিতর্কের আইপিএলে এ বার ডোপ টেস্টে ফেল নাইট রাইডার্স ক্রিকেটার

বিতর্কের আইপিএলে এ বার ডোপ টেস্টে ফেল নাইট রাইডার্সের ক্রিকেটার

বিতর্কের আইপিএলে এ বার ডোপ টেস্টে ফেল নাইট রাইডার্সের ক্রিকেটারফিক্সিংকাণ্ডের পর ফের বিতর্কের দুনিয়ায় ঢুকে পড়ল আইপিএল। ডোপ টেস্টে অনুর্ত্তীর্ণ হলেন নাইট রাইডার্সের ক্রিকেটার প্রদীপ সাঙ্গোয়ান। বিসিসিআইয়ের এক কর্তা কেকেআর-এর হয়ে আইপিএল-ফাইভের মিডিয়াম পেসার সাঙ্গোয়ানের ডোপ টেস্টে ফেল করার কথা স্বীকার করে নিয়েছেন। দিল্লির ছেলে প্রদীপকে ঠিক কী শাস্তি দেওয়া হবে তা এখনও জানানো হয়নি।
সেওয়াগের শহরের ছেলে ২২ বছরের সাঙ্গোয়ান ২০০৮ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। এবারের আইপিএলে কেকেআর-এর হয়ে বেশ কয়েকটা ম্যাচে খেলেওছিলেন।
এর আগে আইপিএল ডোপ টেস্টে ফেল করেছিলেন মহম্মদ আসিফ।






First Published: Thursday, July 18, 2013, 17:23


comments powered by Disqus