Last Updated: Sunday, March 10, 2013, 15:55
ড্রাগ বিতর্কে অস্বস্তি বাড়ছে বেজিং অলিম্পিকে পদকজয়ী বক্সার বিজেন্দর সিংয়ের। শোনা যাচ্ছে জাতীয় অ্যান্টি ডোপিং এজেন্সিকে দিয়ে ডোপ টেস্ট করানো হতে পারে তারকা এই বক্সারকে। ড্রাগ বিতর্কের জেরে জাতীয় স্পোর্টস ইন্সটিট্যুট থেকে সরিয়ে দেওযা হয়েছে বিজেন্দরের সতীর্থ বক্সার রাম সিংকে। এই বক্সার পুলিসি জেরায় স্বীকার করেছেন যে তিনি এবং বিজেন্দার ফুড সাপ্লিমেন্ট বলে ভুল করে ড্রাগ নিয়েছিলেন।