Last Updated: May 20, 2014 21:51

ভেঙে দেওয়া হল প্রদেশ কংগ্রেসের সব কমিটি। এআইসিসি-র সঙ্গে কথা বলে আজ এই সিদ্ধান্ত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ব্লক স্তর থেকে প্রদেশ কংগ্রেস স্তর পর্যন্ত আর কোনও কমিটি থাকছে না। প্রদেশ সভাপতি অধীর চৌধুরী নিজে নতুন কমিটি তৈরি করবেন। যতদিন পর্যন্ত নতুন কমিটি তৈরি না হচ্ছে, ততদিন প্রতিটি জেলার দায়িত্ব দেওয়া হচ্ছে একজনকে। তিনিই ওই সময়ে গুরুত্বপূর্ণ যাবতীয় সিদ্ধান্ত নেবেন।
কিন্তু কেন ভেঙে দেওয়া হল কমিটি?
প্রদেশ কংগ্রেসের ব্যাখা, সামনেই কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন পুরবোর্ডের নির্বাচন। দু হাজার ষোলোয় বিধানসভা নির্বাচন। এরমধ্যে সংগঠনকে ঢেলে সাজাতে চাইছে প্রদেশ কংগ্রেস। সেইলক্ষ্যেই ভেঙে দেওয়া হল কংগ্রসের যাবতীয় সংগঠন। অধীর চৌধুরীর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি চাইছেন নতু ন প্রজন্মের নেতাদের গুরুত্ব দিয়ে কমিটি তৈরি করতে।
First Published: Tuesday, May 20, 2014, 21:51