Last Updated: March 2, 2012 21:54

নিহত দুই সিপিআইএম নেতা প্রদীপ তা ও কমল গায়েনের স্মরণসভায় শুক্রবার অংশ নিলেন সিপিআইএম-এর নেতা কর্মী থেকে শুরু করে বহু সাধারণ মানুষও। এদিনের স্মরণসভায় প্রশাসনের ভূমিকার বিরুদ্ধে সরব হলেন বাম নেতারা। ঘটনার তদন্তে পুলিস প্রশাসনের ভূমিকা নিন্দনীয় বলেও মন্তব্য করেন নিহতদের পরিবারের সদস্যরা। তবে বিচার ব্যবস্থার ওপর ভরসা রাখছেন তাঁরা।
বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে এই সভায় সিপিআইএম নেতা নিরুপম সেন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে বলেন, এই পরিবর্তন মানুষ চাননি। স্মরণ অনুষ্ঠানে সিপিআইএম নেতা মদন ঘোষ অভিযোগ করেন, নিরাপত্তা অভাবের কথা জানিয়ে প্রদীপ তা চিঠি লিখেছিলেন পুলিসকে। কিন্তু সেই চিঠিকে পুলিস গুরুত্ব দেয়নি বলেই প্রদীপ তা ও কমল গায়েনকে এভাবে খুন হতে হল।
স্মরণসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম-এর রাজ্য এবং জেলাস্তরের নেতারা। এখন যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই বাইরে স্মরণ অনুষ্ঠান না করে সংস্কৃতি লোক মঞ্চে অনুষ্ঠান করা হয়। পরে বাইরে কোনও খোলা জায়গায় বড় করে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে দলের।
First Published: Friday, March 2, 2012, 22:05