Last Updated: Monday, March 19, 2012, 10:21
বর্ধমানে ২ সিপিআইএম নেতা প্রদীপ তা ও কমল গায়েন হত্যাকাণ্ডে গ্রেফতার করা হল আরও ৫ জনকে। ধৃতদের নাম তাপস সামন্ত, উদয় মণ্ডল,বাবু সেন,নারায়ন সামন্ত, রানা মুখার্জি। বর্ধমানের মির্জাপুর থেকে সোমবার ভোরে সিআইডি ৫ জনকে গ্রেফতার করে।