Last Updated: April 4, 2012 12:24

দুর্নীতি ইস্যুতে কংগ্রেস বিজেপিকে একই সুরে বিঁধলেন সিপিআইএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। কোঝিকোড়ে দলের ২০তম পার্টি কংগ্রেসে বক্তব্য রাখতে গিয়ে তিনি ইউপিএ সরকারের দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন। কর্ণাটক-সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতেও সীমাহীন দুর্নীতি চলছে বলে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে সরব হন দুর্নীতির মোকাবিলায় কড়া লোকপাল বিল প্রণয়ন এবং সাম্প্রদায়িক রাজনীতির বিপদ নিয়েও।
পার্টি কংগ্রেসের উদ্বোধনী ভাষণে সিপিআইএম সাধারণ সম্পাদক জানান, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ নয়া উদারনীতির বিরুদ্ধে দেশজুড়ে লাগাতার আন্দোলন সংগঠিত করবে বামদলগুলি। সিপিআইএম পার্টি কংগ্রেসে আমন্ত্রিত হিসেবে হাজির সিপিআই-এর বিদায়ী সাধারণ সম্পাদক এ বি বর্ধন জানান, সাধারণ মানুষের স্বার্থে একযোগে লড়াই চালিয়ে যাবে বাম দলগুলি।
লোকসভা নির্বাচনে দলের বিপর্যয় এবং বিধানসভা ভোটে হারের পর পশ্চিমবঙ্গের নয়া শাসক দল বাম কর্মী, সমর্থকদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন প্রকাশ কারাত। তাঁর দাবি ইতিমধ্যেই দলের ৫৭০ জন কর্মী-সমর্থক নিহত হয়েছেন। হিংসা চালিয়ে বামেদের দমানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
First Published: Wednesday, April 4, 2012, 12:24