Last Updated: Thursday, April 5, 2012, 19:52
যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে সম্ভবত পলিটব্যুরোতে থাকতে চলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার ২০তম পার্টি কংগ্রেসের দ্বিতীয় দিনে দলীয় সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাত এদিন জানিয়েছেন, অসুস্থতার কারণে রাজ্যের বাইরের সাম্প্রতিক কয়েকটি কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর বৈঠকে অনুপস্থিত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই একই কারণে দলের ২০তম পার্টি কংগ্রেসে যোগ দিতে কেরলে যেতে পারেননি তিনি।