লোকসভা ভোটে বিপর্যয়ের দায়িত্ব নিয়ে এখনই বদল নয় বাম শীর্ষ নেতৃত্বে

লোকসভা ভোটে বিপর্যয়ের দায়িত্ব নিয়ে এখনই বদল নয় বাম শীর্ষ নেতৃত্বে

লোকসভা ভোটে বিপর্যয়ের দায়িত্ব নিয়ে এখনই বদল নয় বাম শীর্ষ নেতৃত্বে লোকসভা ভোটে বিপর্যয়ের দায় নিল সিপিআইএম শীর্ষ নেতৃত্ব। তবে আগামী বছর পার্টি কংগ্রেসের আগে নেতৃত্বের কোনও বদল হবে না। দিল্লিতে দুদিনের পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির বৈঠকের শেষে একথা জানান সিপিআইএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট।

লোকসভা ভোটে কেন মানুষ বামেদের ভোট দেননি সেবিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। দলের স্বার্থে প্রয়োজনে সাংগঠনিক রদবদলেরও ইঙ্গিত দিয়েছেন প্রকাশ কারাট। লোকসভা ভোটে খারাপ ফল পর্যালোচনা করে সিপিআইএম শীর্ষ নেতৃত্ব কী পদক্ষেপ নেয় সেদিকেই নজর ছিল রাজনৈতিক মহলের। দিল্লিতে দুদিনের পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির বৈঠকে বিপর্যয়ের সমস্ত দায় নিল দলের শীর্ষ নেতৃত্ব। বামেদের থেকে কেন মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন তা নিয়েও আলোচনা হয় বৈঠকে। শুধু দায় স্বীকারই নয় আগামীদিনে সাংগঠনিক স্তরে রদবদল করা হতে পারে এমন ইঙ্গিতও দিয়েছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক। তবে লোকসভা ভোটে ভরাডুবির দায় নিয়ে এখনই শীর্ষ নেতৃত্বের কেউ ইস্তফা দিচ্ছেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন প্রকাশ কারাট। এবিষয়ে কোনও আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

লোকসভা ভোটে সিপিআইএমের খারাপ ফল কেন হল তা নিয়ে পর্যালোচনায় উঠে এসেছে বেশ কয়েকটি দিক। ভোটে শাসকদল তৃণমূলের সন্ত্রাস, রিগিং এবং ভীতিপ্রদর্শনের ফলে সিপিআইএমের পক্ষে মানুষ ভোট দেননি। দুহাজার এগারোয় বিধানসভা নির্বাচনে যে আসনগুলিতে দলের ভরাডুবি হয়েছিল সেগুলি পুনরুদ্ধারে ব্যর্থ হয়েছে দল। লোকসভা ভোটে মোদী ফ্যাক্টরকে সেভাবে গুরুত্ব না দেওয়াকেও খারাপ ফলের অন্যতম কারণ হিসাবে আলোচনা হয়েছে বৈঠকে।

ইতিমধ্যেই লোকসভা ভোটে খারাপ ফল নিয়ে রিপোর্ট দিয়েছে রাজ্য কমিটিগুলি। সেই রিপোর্ট পর্যালোচনা করে আগামীদিনে দলের সঠিক লাইন ঠিক করতে একটি কমিটি গড়ার প্রস্তাব গৃহীত হয়েছে পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির বৈঠকে। ওই কমিটির দেওয়া রিপোর্টের ভিত্তিতেই দুহাজার পনেরোর পার্টি কংগ্রেসে দলের লাইন চূড়ান্ত হবে ।



First Published: Monday, June 9, 2014, 23:39


comments powered by Disqus