Last Updated: Monday, June 9, 2014, 23:39
লোকসভা ভোটে বিপর্যয়ের দায় নিল সিপিআইএম শীর্ষ নেতৃত্ব। তবে আগামী বছর পার্টি কংগ্রেসের আগে নেতৃত্বের কোনও বদল হবে না। দিল্লিতে দুদিনের পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির বৈঠকের শেষে একথা জানান সিপিআইএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট।