চোখের জলে শেষকৃত্য সম্পন্ন প্রাণের

চোখের জলে শেষকৃত্য সম্পন্ন প্রাণের

চোখের জলে শেষকৃত্য সম্পন্ন প্রাণেরমুম্বইয়ের শিবাজি পার্ক শ্মশানে বলিউড অভিনেতা প্রাণ-এর শেষকৃত্য হল। প্রাণ-এর দুই ছেলে অরবিন্দ ও সুনীল তাঁর মুখাগ্নি করেন। প্রয়াত অভিনেতার অন্ত্যেষ্টিতে যোগ দেন অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিনহা সমেত বহু বলিউডি ব্যক্তিত্ব।

লীলাবতী হাসপাতাল থেকে সকাল সাড়ে দশটা নাগাদ যাত্রা শুরু। প্রাণ কিষাণ সিকন্দের শেষযাত্রা।

শেষ গন্তব্য শিবাজি পার্ক শ্মশান। সর্বকালের অন্যতম সেরা খলনায়ককে শেষ শ্রদ্ধা জানাতে সেখানেই হাজির হয়েছিল গোটা বলিউড। সেই ভিড়ে ছিলেন অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিনহা, করণ জোহর, গুলজার, ড্যানি ডেনজোনপা, রাজা মুরাদ, শক্তি কাপুর, টিনু আনন্দ এবং অনুপম খেরের মতো ব্যক্তিত্ব।   

বলিউডের একশো বছরের ইতিহাসে, সত্তর বছর জুড়েই তিনি। খলনায়কের ভূমিকায় তাঁর রোম খাড়া করা অভিনয়ে প্রজন্মের পর প্রজন্মে শিউরে উঠেছেন দর্শক। যদিও, অনবদ্য সেই অবদানের স্বীকৃতি জুটেছে একটু দেরিতেই। গত এপ্রিলে তাঁকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়। শিবাজি পার্ক থেকে বিদায় নিলেন প্রাণ। পিছনে রইল চারশোটি ছবির ঐতিহ্য।

১৯২০ সালের ১২ ফেব্রুয়ারি জন্ম অভিনেতা প্রাণের। আসল নাম প্রাণ কৃষাণ সিখান্দ। টানা ৬ দশকের বেশি দীর্ঘ কেরিয়ারে সাড়ে তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। জঞ্জীর, ডন, অমর আকবর অ্যান্টনি, উপকার, পরিচয়, শরাবির মত ছবিতে দর্শকদের মনে দাগ কেটেছিলেন তিনি। ২০০১ সালে পদ্মভূষণ পান তিনি। ২০১৩ সালে পান ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে। স্ত্রী শুক্লা আহলুয়ালিয়া, দুই ছেলে অরবিন্দ ও সুনীল, ও মেয়ে পিঙ্কিকে রেখে গেলেন তিনি।

বলিউডের শের খান: পড়তে ক্লিক করুন







First Published: Saturday, July 13, 2013, 19:56


comments powered by Disqus