Last Updated: June 22, 2012 23:56

রাষ্ট্রপতি নির্বাচনের আগে দিদি অন্নপূর্ণা দেবীর আশির্বাদ নিতে রাজ্যে এলেন প্রণব মুখোপাধ্যায়। শনিবার সকালে বীরভূমের কীর্ণাহারের মিরিটিতে নিজেদের পৈতৃক বাড়িতে যাবেন প্রণববাবু। তাঁর যাত্রা উপলক্ষে নতুন রঙের পোঁচ পড়েছে মিরিটির বাড়িতে। রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণববাবুর ছবি দিয়ে সাজানো হচ্ছে রাস্তাঘাট।
রাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রণব মুখোপাধ্যায়ের রাজ্য সফরকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে জল্পনা। সফরসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়ে কিছু নির্দিষ্ট না থাকলেও রাজনৈতিক মহলের একাংশের ধারণা কিন্নাহার থেকে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন প্রণববাবু। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই সফর। শুক্রবার রাত ৯ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নেমে সোজা ঢাকুরিয়ার বাড়িতে যান প্রণববাবু। বাসভবনের সামনে থেকে, নাম না করেই তৃণমূলের উদ্দেশে বার্তাও দেন তিনি। জানিয়ে দেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী প্রসঙ্গে যে সমস্ত রাজনৈতিক দল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তাঁদের সকলের সমর্থনই কাম্য তাঁর।
First Published: Friday, June 22, 2012, 23:59