Pranab Mukherjee asks ISI student to come out for country`s development

দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে আইএসআই কৃতীদের

দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে আইএসআই কৃতীদের   দেশ গড়তে, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে দায়িত্ব নিতে হবে আইএসআই কৃতীদের। আজ কলকাতায় আইএসআই-এর সমাবর্তন অনুষ্ঠানে এই আহ্বান জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখাপাধ্যায়।

নিজের ভাষণে রাষ্ট্রপতি এই প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস, কৃতিত্বের বহু উদাহরণ তুলে ধরেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে এই প্রতিষ্ঠানের ভূমিকার ভূয়সী প্রশংসা শোনা যায় প্রণব মুখোপাধ্যায়ের গলায়। আরও বেশি করে গবেষণামূলক কাজের ওপর জোর দেন রাষ্ট্রপতি। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি, রাজ্যপাল কে আর নারায়ণন সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের অনুষ্ঠানে বারবার উঠে এসেছে আইএসআই-এর প্রতিষ্ঠাতা প্রশান্তচন্দ্র মহলানবিশের নানা অবদানের কথাও।

First Published: Friday, January 10, 2014, 17:34


comments powered by Disqus