Last Updated: May 6, 2012 09:22

ম্যানিলার সফর শেষ করে বাংলাদেশ সফরে গেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। শনিবার রাত ১০টা নাগাদ বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন প্রণববাবু।
রবিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি। বেলা ৩টের সময় বাংলাদেশের বিদেশমন্ত্রী দীপু মণির সঙ্গে বৈঠক করবেন প্রণববাবু।
তিস্তা জল বন্টন চুক্তি, ছিটমহল, বাণিজ্যের সুবিধার জন্য সীমান্তে ট্রানজিট পয়েন্ট খোলার মতো বিষয়গুলি এখনও স্থগিত হয়ে আছে। বাংলাদেশ সফরে ওইসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
First Published: Sunday, May 6, 2012, 09:22