খুবসুরতের অশোক কুমার এবার প্রসেনজিত

খুবসুরতের অশোক কুমার এবার প্রসেনজিত

খুবসুরতের অশোক কুমার এবার প্রসেনজিত এবার অশোক কুমারের জুতোয় পা গলাতে চলেছেন প্রসেনজিত। ১৯৮০ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার খুবসুরতের রিমেকে অশোক কুমারের চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিত। জানালেন, "আমি স্ক্রিপ্ট পড়েছি। আমার খুব ভাল লেগেছে। বাবার চরিত্রে অভিনয় করব ভেবে খুব ভাল লাগছে। পুরনো ছবিটা দেখেছি। খুবসুরতে অভিনয় করব ভেবেই বাল লাগছে। এখন ডেট নিয়ে কথাবার্তা চলছে। বোধহয় নভেম্বর থেকেই শুটিং শুরু হবে। আমার চরিত্রে অনেকগুলো বদল আনা হয়েছে। আগের থেকেও অনেক বেশি আকর্ষক এই চরিত্র।"

সোনম কপূরের বোন রেখার প্রযোজনায় খুবসুরত পরিচালনা করছেন কুইক গান মুরুগান খ্যাত শশাঙ্ক ঘোষ। রেখার চরিত্রে থাকছেন সোনম কপূর। আগের ছবিটি পরিচালনা করেছিলেন হৃষিকেশ মুখার্জি। অশোক কুমার, রেখা ছাড়াও ছবিতে ছিলেন দীনা পাঠক ও রাকেশ রোশন।


First Published: Sunday, July 21, 2013, 23:10


comments powered by Disqus