Last Updated: Sunday, July 21, 2013, 23:10
এবার অশোক কুমারের জুতোয় পা গলাতে চলেছেন প্রসেনজিত। ১৯৮০ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার খুবসুরতের রিমেকে অশোক কুমারের চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিত। জানালেন, "আমি স্ক্রিপ্ট পড়েছি। আমার খুব ভাল লেগেছে। বাবার চরিত্রে অভিনয় করব ভেবে খুব ভাল লাগছে। পুরনো ছবিটা দেখেছি। খুবসুরতে অভিনয় করব ভেবেই বাল লাগছে। এখন ডেট নিয়ে কথাবার্তা চলছে।