অমিত মিত্র সকাশে প্রসেনজিত্‍, prasenjit meets amit mitra

অমিত মিত্র সাথে দেখা করলেন প্রসেনজিত্‍

অমিত মিত্র সাথে দেখা করলেন প্রসেনজিত্‍শনিবার মহাকরণে অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে দেখা করলেন অভিনেতা প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। মুম্বই এবং চেন্নাইয়ের অনুকরণে মতো এবার কলকাতাতেও হতে চলেছে ফিকি এন্টারটেইনমেন্ট বিসনেস সামিট। আগামী ১৪ ডিসেম্বর শুরু হচ্ছে এই সামিট। এবারই প্রথম হওয়া এই সামিট নিয়েই আজ অর্থমন্ত্রীর কথা বলতে যান প্রসেনজিত্‍। এর সঙ্গেই টলিউড সিনেমায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কেও কথা হয় দুজনের মধ্যে। সাম্প্রতিক কালে বলিউডি ছবি রা-ওয়ান এবং হলিউডি ছবি টিনটিনের প্রসঙ্গ তুলে তিনি জানান, বাংলা ছবিতে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করলে ছবির মান যেমন বাড়বে তেমনই বাড়বে এই প্রযুক্তিতে প্রশিক্ষিত কলকাতার ছেলেমেয়েদের কর্ম সংস্থানের সুযোগও। এর সঙ্গে আরও অনেক বিষয়ই সামনে আনা হবে এই সামিটে বলে জানান প্রসেনজিত।

First Published: Sunday, November 13, 2011, 21:14


comments powered by Disqus