Last Updated: November 18, 2012 17:22
প্রয়াগ ইউনাইটেড (২) পৈলান অ্যারোজ (১)
ভারতীয় ফুটবলে কলকাতারা ক্লাবদের সুদিন ফিরল কি? সেসব প্রশ্নকে কিছুটা খুঁচিয়ে দিল রবিবার যুবভারতীর ম্যাচের ফল। পৈলান অ্যারোজকে ২-১ গোলে হারিয়ে আই লিগে পয়েন্ট তালিকায় দু নম্বরে উঠে এল প্রয়াগ ইউনাইটেড। ষষ্ঠ রাউন্ডের শেষে শীর্ষে আছে ইস্টবেঙ্গল। অর্থাত্, আই লিগের পয়েন্ট তালিকায় এখন প্রথম দুটো স্থানে আছে কলকাতার দুই ক্লাব। বেশ কয়েক বছর ধরে যা দেখা যাচ্ছে না।
নতুন কোচের হাত ধরে আই লিগে প্রয়াগ ইউনাইটেডের বিজয়রথ দারুণ গতিতে ছুটছে। ভাইচুং ভুটিয়ার ক্লাবকে দশ গোলে হারানোর পরের ম্যাচেই র্যান্টিদের জয়টা অবশ্য সহজে এল না। লালকমল ভৌমিকের শেষ মুহূর্তের গোলে রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরল এলকো স্যাতোরির দল। ম্যাচের ১২ মিনিটে ভিনিথের গোল এগিয়ে যায় প্রয়াগ। ম্যাচের ৮৪ মিনিটে কিছুটা খেলার গতির বিরুদ্ধে পৈলান অ্যারোজকে সমতায় ফেরান নারায়ন দাস। ম্যাচ শেষের দু`মিনিট আগে লালকমল ভৌমিকের গোলে জয় ছিনিয়ে আনে প্রয়াগ।
আই লিগে এখন কে কোথায় (ষষ্ঠ রাউন্ডের শেষে)--১) ইস্টবেঙ্গল (১৪ পয়েন্ট)
২) প্রয়াগ ইউনাইটেড (১৩ পয়েন্ট)
৩) ডেম্পো ( ১৩ পয়েন্ট)
৪) চার্চিল ব্রাদার্স (১২ পয়েন্ট)
৫) মোহনবাগান (১০ পয়েন্ট)
৬) পুণে এফসি (৫ ম্যাচে ৯ পয়েন্ট)
৭) পৈলান অ্যারোজ (৮ পয়েন্ট)
৮) শিলং লাজং (৭ পয়েন্ট)
৯) মুম্বই এফসি (৬ পয়েন্ট)
১০) সালগাঁওকর (৫ পয়েন্ট)
১১) ওএনজিসি (৫ পয়েন্ট)
১২) স্পোর্টিং ক্লাব (৪ পয়েন্ট)
১৩) সিকিম ইউনাইটেড (৪ পয়েন্ট)
১৪) এয়ার ইন্ডিয়া (৩ পয়েন্ট)
First Published: Sunday, November 18, 2012, 17:26