Last Updated: Sunday, November 18, 2012, 17:22
ভারতীয় ফুটবলে কলকাতারা ক্লাবদের সুদিন ফিরল কি? সেসব প্রশ্নকে কিছুটা খুঁচিয়ে দিল রবিবার যুবভারতীর ম্যাচের ফল। পৈলান অ্যারোজকে ২-১ গোলে হারিয়ে আই লিগে পয়েন্ট তালিকায় দু নম্বরে উঠে এল প্রয়াগ ইউনাইটেড। ষষ্ঠ রাউন্ডের শেষে শীর্ষে আছে ইস্টবেঙ্গল। অর্থাত্, আই লিগের পয়েন্ট তালিকায় এখন প্রথম দুটো স্থানে আছে কলকাতার দুই ক্লাব। বেশ কয়েক বছর ধরে যা দেখা যাচ্ছে না।