Last Updated: November 27, 2013 21:03

গবেষণার কাজে ছাত্রছাত্রীদের উত্সাহ দিতে এবার নয়া শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে প্রেসিডেন্সিতে। স্নাতকোত্তর স্তরের শেষ ৬ মাস ছাত্রছাত্রীদের কোনও ক্লাস করতে হবে না। মন দিতে হবে শুধুই গবেষণায়। আর সেই গবেষণা পত্রের ওপরেই থাকবে নম্বর।
গবেষণা ক্ষেত্রের খরা কাটাতে স্নাতকোত্তর স্তরে এবার ছমাস গবেষণা বাধ্যতামূলক করছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। চলতি শিক্ষাবর্ষে যারা স্নাতকোত্তরে ভর্তি হবেন তাঁদের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। স্নাতকোত্তরের চতুর্থ সেমেষ্টারে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। চতুর্থ সেমেষ্টারে কোনও ক্লাস করতে হবে না ছাত্রছাত্রীদের। কোনও একটি বিষয় নিয়ে করতে হবে গবেষণা।
কিন্তু গোটা ছমাস ক্লাস না করতে হলেও প্রতি মাসের শেষে ছাত্রছাত্রীকে বিশ্ববিদ্যালয়ে এসে জানাতে হবে তাঁর কাজ কতদূর এগিয়েছে। এদিকে এদিনই নেদারল্যান্ডসের গ্রনিনগেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। প্রেসিডেন্সির তিন ছাত্রছাত্রীকে স্কলারশিপ দিয়ে তাঁদের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার ব্যবস্থা করবে গ্রনিনগেন।
First Published: Wednesday, November 27, 2013, 21:03